একদম চুপ সেকুলারিজম বলে কথা

এই দেশের জয়, আমি বলবো না।
দেশের আইন কোনোটাই মানবো না,
তবুও দেশটা খাবো চুষে চুষে ,
তবুও দেশের কোনো কথাই আমি শুনবো না।।

দেশের আইন ভেঙে,গড়বো নিজের আইন ।
দেশের শত্রুর করবো জয়গান,
এই দেশটাকে নিজের কখনো মানবো না।।

আমি করবো দেশের খিলাফত,
চলবো জীহ্নার চলার পথ।
এই দেশে কেউ আমাকে রুখবে না।।

আমি বুনবো স্বপ্ন দেশ ভাগের,
আমি লিখবো শুধু দেশ ভাগের,
কথা বলবো শুধু দেশ ভাগের।।
কে আমায় রুখবে?
কেউ আমাকে রুখবে না।।

সেকুলারিজমের রোগীরা,
পক্ষপাত করবে আমকে,
বসাবে ওদের কপালে।
বসাবে ওদের,গুরুর স্থানেতে।।

কেউ আমাকে রুখবে না।

- ধীমান

Comments