সভ্য সমাজের দানব
দিনের আলোয় ভদ্র সমাজ,
রাত্রিরে খোঁজে রক্ত।
দিনের আলোয় ভদ্রতার মুখোশ,
রাত্রিতে খোঁজো জেন্ত মাংস।।
দিনের আলোয় লাল ভয় পাও,
রাত্রিরে খোঁজো তাজা রক্ত।
দিনের আলোয় কিচ্ছু চেনো না তুমি,
রাত্রিতে কেন করো ধংস ওর স্বপ্ন।।
দিনের আলোয় ভদ্রতার ছোঁয়া,
রাত্রিরে খোঁজো লালের নেশা।
দিনের আলোয় খোঁজো ইজ্জত।
তবে রাত্রিরে ইজ্জত খোয়াতে ,
খোঁজো কেন বেশ্যাখানা।।
ওদের ও কিছু স্বপ্ন ছিল বস,
ওদের ও মাঝে মাঝে প্রেম হয় বস।
বেশ্যা বলে কি মন নেই ওদের,
কবে ভাঙবে, সভ্য সমাজের ভুল ধারণা।।
কখনো ওদের জোরে তোলা হয়,
কখনো পেটের দায়ে বাধ্য হয়।
ওদের হৃদয় ও বেজে ওঠে বস,
মাঝে মাঝে ওদের ও প্রেম হয় ,
মাঝে মাঝে ওদের ও প্রেম হয়।।
- ধীমান
Comments
Post a Comment