একটা কবিতা ছিলো
আর কত তোমায় নিয়ে ভাববো
আর কত তোমাকে ভালোবাসবো
হয়তো বিধাতা ও চাইছে তোমাকে ভুলে যাব ।
কিন্তু আমি তোমায় ভালোবাসব
আমি জানি তাতে তোমার কিছু এ আসে যায় না
অপরিমিত ভালোবাসার ভাষা হয়তো বুঝবে না।।
আমি চাইছি এখন মৃত্যু ,
কারণ আবার জন্ম নিতে চাই
আবার তোমাকে ভালোবাসতে চাই
আবার আমার প্রত্যেকটা নিশ্বাসে
তোমায় লিখতে চাই ।।
শুধু তোমাকে ভালোবাসতে চাই ।।
Comments
Post a Comment