প্রিয়তমা
প্রিয়তমা, রুঠে কেন ?
বললাম তো ভালোবাসি ,
বললাম তো কাছে আছি ।
উঁচু পাহাড়ের সাথে মেঘের যেমন ভালোবাসা,
তেমনি আমি আছি,
আমি আছি তোমার ভালোবাসা হয়ে।।
ও প্রিয়তমা একবার হাসো ।
অভিমান ছেড়ে একটিবার ভালোবাসো ,
আমি বলছি তো,
আর যাবো না তোমায় ছেড়ে ।
পাহাড় যেভাবে মেঘটাকে আগলে রাখে,
সেভাবেই আমিও রাখবো তোমায় আগলে।
প্রিয়তমা আর থেকো না রুঠে।।
- ধীমান
Comments
Post a Comment