আজকের সেক্যুলার

ভারতে আছো চিন্তা নেই,
যা খুশি তা লিখে নাও,
হাতে যা আসে।
তুমি সেক্যুলার হতে চাও ?
তবে শুধু হিন্দুর বিরুদ্ধে লিখে নাও।।

হিন্দু ভগবানদের বানিয়ে নাও হাসির পাত্র,
যত দোষ সব তো হিন্দুদেরই ।
তুমি ভারতের সেক্যুলার বলে কথা ।।

একঘেয়েমি সেক্যুলারিজমে,
শিকার কেন শুধু হিন্দু ধর্ম ?
কেউ বা লিখছে ,
কন্ডোম পরানো থাকবে, হিন্দুর ধর্মের ত্রিশূলে,
আজ তো তারাই মহান সেকুলারিজমে।।

ওরে বাবা!
এদের বিরুদ্ধে বলোনা তুমি কোন কথা,
শিল্প মহলের চিহ্নিত করবে তোমায়,
গণ্ডমূর্খের নামের ছাপা ।।

- ধীমান

Comments