শুধু তোমারই জন্য
প্রেম হয়েছে,
ভালোবাসবো তোমায়।
তোমার ও যে ভালোবাসতে হবে,
সেটা লেখা আছে কোন পাতায় ?
আমি একাই ভালোবাসবো,
শুধু তোমায়।
তুমি আমার কবিতায়,
তুমি আছো আমার সবিতায়।
আমার লেখার ইচ্ছেটা হয়ে থেকে যেও,
সেটাই তোমার থেকে,
পাওনা থাকবে আমার।
অন্য আরো এক কবিতায়,
অপরূপা বলে ডেকেছিলাম তোমায়,
আজও আবার লিখছি
অপরূপা তোমার ভালোবাসায় ।।
- ধীমান
Comments
Post a Comment