সিরিয়ার কান্না
ক্ষমতার দাপটে চলছো তোমরা
ভুলে গেছো কি মানবতা ?
দেখা যায় শুধু লাশের শিবির
শুনা যায় শুধু কান্না ।
লাশের রাষ্ট্র গড়বে তোমরা
করেছ কি প্রতিজ্ঞা ?
ক্ষমতার দাপট বোঝাতে
করছো কেন ?
নির্মম শিশুদের হত্যা ।
শিশুদের বুকে বিধছো গুলি
ছিন্ন করেছো শরীর বোমা দিয়ে
লাশের রাষ্ট্র গড়বে তোমরা
এটাই কি তোমাদের
শেষ ইচ্ছা ?
Comments
Post a Comment