মৃত্যু মানবিকতার


ওহে জানোয়ার
কবে মিটবে তোদের যৌনতার ভোখ ।
কি দেখেছিলি 
সেই নব জাতক কন্যাটির মাঝে ।
যে তাঁর যৌন অঙ্গ কেটে ,
করেছিস তাকে ভোগ ।।
আজ কোথায় মানবিকতা !
ভাবতে ও ঘৃণা হয় ।
পিতা আজ,
মেটাচ্ছে নিজের কন্যার শরীরে
নিজের যৌন অঙ্গের জ্বালা ।।
-ধীমান

Comments