Skip to main content

Posts

Featured

শেষে কি হলো 

আমি এমন একটা মানুষ কে ও ভালোবেসে ছিলাম  যে মানুষ টা কে কেউ অসংখ্য ভালোবাসার স্বপ্ন দেখিয়ে  মাঝ পথে ভেঙ্গে চিরে চলে গিয়েছিল । আমি তখন ভেবেছিলাম হয়তো সেই মানুষ টা বুঝবে  মাঝ পথে ছেড়ে যাওয়ার কষ্ট । মানুষটা কে আগলে রেখেছিলাম  হাসিটা ও ভুলে গিয়ে ছিলো  আবার হাসতে শিখিয়ে ছিলাম নূতন করে বাঁচতে শিখিয়ে ছিলাম শেষে কি হলো  মাঝ পথে সেই মানুষ টা ও আমাকে ছেড়ে চলে গেল 

Latest posts

প্রত্যেক টা দিন আমি ভাবি 

একটা কবিতা ছিলো 

“বিক্রির সংজ্ঞা”

আমি

তোমার জন্য