“বিক্রির সংজ্ঞা”

দিনে সে—

ক্যামেরা অন, অ্যাঙ্গেল ঠিক,

ফ্রেমের ভেতর দাও একটু স্ট্রিপ,

ফিল্টার লাগাও, হ্যাশট্যাগ দাও,

“বেবি গার্ল, তুমি ফায়ার!”

কমেন্টে আগুন, লাইকসের পাহাড়,

টাকা আসে, স্পনসর আসে,

সে গর্বিত—

কারণ সবাই তাকে বলে ক্রিয়েটর।

রাতে সে—

ফ্রেম নেই, আলো লাল,

দরদর দাম, গায়ে শুধু জাল।

টাকা আসে, শরীর ঘামে,

কিন্তু নাম?

“পতিতা।”

তাহলে পার্থক্যটা কোথায়?

Comments

My popular posts