আমি

আমি নিজে কে 
ঠিক এই সমাজে  মানিয়ে নিতে পারি না,
আমি এখনো সেই সাধারণ,
প্রেমটা ও চাই সাধারণ।

হাতে দামি আই ফোন, 
সাথে দামি বাইক আমাকে ঠিক মানায় না,

দামি রেস্তোরাঁয় ,
দামি কফি থেকে,
কাকার দোকানে সাধারণ চায়ের কাপে
আমাকে মানায় বেশি।

তোমার হাতে হাত রেখে শহর ঘুরে দেখা
আমাকে মানায় বেশি।

তোমার চোখে চোখ রেখে
সত্যি বলাটা আমাকে মানায় বেশি।।

-  ধীমান 

Comments