প্রত্যেক টা দিন আমি ভাবি
একটা কবিতা ছিলো
প্রত্যেক টা দিন আমি ভাবি
হয়তো আজ কোনও miracle হবে ,
আমার one-sided ভালোবাসা থেকে
ভালোবাসা টা two sided হবে,
প্রতিটা দিন এই ভাবনায় দিন শুরু হয়
আর এই ভাবনায় এ ই দিন শেষ
কিন্তু miracle টা আর হয় না ।।
না তোমাকে আর কিছু বলার ও সাহস পাই
না তোমাকে বোঝানোর
কারণ আমি চাই না আমি তোমাকে বিরক্ত করি ,
অনেক সময় message করি
রিপ্লাই এর আশা করি না
কিন্তু তোমার message আসলে
১ সেকেন্ডেই রিপ্লাই ।।
Comments
Post a Comment