তোমার জন্য



আজও মনে পড়ে যায় তোমাকে
আর ভালোবাসতে পারি না কাউকে।

তুমি চলে যাওয়ায় 
আজও অনেক কষ্ট হয়,
তবে আমার কষ্ট কেন হবে!

তুমি তো মুক্তি চেয়েছিলে।
আর আমি মুক্তি দিয়েছি তোমাকে,

তুমি মুক্তি চেয়েছিলে
আমার ব্যর্থতা থেকে,
আমার বেকারত্ব থেকে ।

মানুষটাকে তো কখনো ভালোবাসো নি!

স্যতি কি আমাকে ভালোবেসে ছিলে ?

- ধীমান 

Comments