শুরু টা হয়েছিল তোমার ইচ্ছায়

শুরু টা হয়েছিল তোমার ইচ্ছায় 

আবার শেষ টা ও হলো তোমার ইচ্ছায় ,

এর মধ্যে রয়ে গেলাম আমি 

আর আমার না বলা অনেক কথা ।

হয়তো আর নিজে কে ভালোবাসতে পারবো না ।

হয়তো নিজেকে আর শক্ত করতে পারবো না ।।


কিন্তু আমার সুখে থাকতে হবে তোমাকে সুখী ভেবে 

কারণ তোমার চিন্তার কারণ আমি আর নেই ,


আমার এখন একটাই ইচ্ছা আমি যেন হারিয়ে যাই

কোনো এক প্রান্তে 

যেখনে আমি নিজেকে ও যেন আর খুঁজে না পাই ।।


  • ধীমান 

Comments