কফিনের আঁধার

আমি এক কফিন বন্দি জ‍্যান্ত লাশ ।
নিজেকে ভুলেছি,
বেঁচে থাকার স্বপ্ন আজ পেয়েছে হ্রাস।
আমি এক কফিন বন্দি জ‍্যান্ত লাশ।।

আমি হারিয়েছি ভিড়ে ,
নীল গভীর সাগরে।
আমি জ‍্যান্ত লাশ।
নামহীন পরিচয়ে, পরিচয়হীন আমি আজ।
আমি এক কফিন বন্দি জ‍্যান্ত লাশ।।

অতীতের রঙিন স্বপ্ন
ডেকে ফেরে শুধু আমাকে ,
ঝলসানো চোখে,
আর দেখতে পাইনা সেই স্বপ্ন আজ।
কারণ,
আমি আজ কফিন বন্দি জ‍্যান্ত লাশ।।

কখনো আলোর পথে ছুটে ছিলাম স্বপ্ন হাতে নিয়ে,
সেই আলোতে স্বপ্ন পুড়ে ছাই আজ।।
কফিনের আঁধারে খুঁজে পাইনা নিজেকে আজ।
কারণ আমি এক কফিন বন্দি জ‍্যান্ত লাশ।।

- ধীমান

Comments