আমি সুখি



আমি আর পরোয়া করি না,
তুমি থাকবে কি থাকবে না আমার জীবনে।
আমি জানি 
আমি তোমায় ভালোবাসি সবটা দিয়ে।
এই ভালোবাসার কমতি হবে না এই জনমে।

তুমি আমার কাছে না থাকলেও
তুমি থাকবে আমার কাছে প্রতি কালে।

আমি কাঁদতে শিখেছি, আমি হাসতে শিখেছি
তোমায় ভালোবেসে,

ভালোবাসা কি বুঝছি
তোমার ঠোঁটের ছোঁয়াতে,
তোমার জড়িয়ে ধরাতে,
তোমার ভালোবাসাতে।।

আমি সুখি থাকতে চাই 
তোমার হাসিতে।
তোমার ভালো তে।।
-ধীমান

Comments