অন্য শহর



যবে থেকে তোমাকে দেখেছি,
চারিদিকে যেনো এক আনন্দ বইছে ।
আমার হাজারটা দুঃখের মাঝে ও,
চারিদিকে যেনো খুশি বইছে ।

সেই খোলা চুল
চোখে কাজল
ঠোঁটে মেট লিপস্টিক।
কি অপরূপ সুন্দর।।

আমি জাষ্ট থমকে গেছিলাম,
তোমাকে দেখছিলাম।

তোমাকে
কোথায় আর দেখবো আমি জানি না,
কারণ আমি অন্য শহরে ছিলাম।।

- ধীমান

Comments