আমি পাহাড় হতে চাই

আমি পাহাড় হতে চাই ,
চুপ করে বসে থাকবো 
হাজারটা গল্প বুকে নিয়ে।
কতো কান্না ঝড় বৃষ্টি বুকে নেব সয়ে।।

পুরোনো থেকে পুরনো কথা 
জমে থাকবে আমার গায়ে।

কতই না আসবে বাসা বাঁধবে ,
আবার  যাবে চলে ।

আমি কাঁদবো না আমি ভাঙব না।
আমি পাহাড় হতে চাই।।
ধীমান 

Comments