তোমায় ভালোবাসবো।।
তুমি কি বোঝো না
তোমাকে কতখানি ভালোবাসি ?
প্রতিটা দিন বলে যাবো
তোমাকে কতটা ভালোবাসি,
অবিশ্বাসের বেড়া ভাঙ্গলে
হয়তো তুমি ও বুঝতে শুরু করবে।।
আমি অপেক্ষা করবো,
হয়তো অপেক্ষা শেষে
তুমি আমি নীরবে কথা বলবো।।
বেশি চাওয়া পাওয়া না
তবে আমরা স্বপ্ন বুনবো।
কোন এক সময়
তোমার কোলে মাথা রেখে
তোমায় শুনবো।
তোমার হাসি টা যত্নে রাখবো
তোমায় ভালোবাসবো।।
- ধীমান
Comments
Post a Comment