তুমি

 

আমি বড় অসহায় নিঃসহায় ছিলাম,
ভেঙ্গে চুরমার ছিলাম,

চারিদিকে অবিশ্বাস এর চলছিল খেলা।

তখন তোমার সাথে দেখা,
আমি তোমাকে ও বিশ্বাস করতে চাইনি,
আমি তোমার কাছে ও আসতে চাইনি।

কিন্তু বার বার মনে হচ্ছিল,
তোমার সাথে যেন আগের জন্মের কথা।

তোমার সাথে কথা বলা 
তোমার কাছে আসা
না কি এটাই চাইছে বিধাতা!

হয়তো আমাদের অল্পক্ষণের দেখা?
না কি হাতে হাত রেখে
আমার পাশে থেকে শুনবে আমার কথা।।

করবো উত্তরের অপেক্ষা।।

- ধীমান 

Comments