বুঝোনি তুমি আমায়



আমি হাজার বার চেষ্টা করেছি,
ধরে রাখতে তোমায়।
আমি হাজার বার বুঝিয়েছি,
তোমায় ছাড়া আমি অসহায়।

হয়তো ভাগ্যে নেই তুমি আমার।।

তোমার হাসি দেখতে গিয়ে 
আমি হাসতে ভুলেছি ,
তুমি ভালো থাকবে বলে
হাজারো মন্দির মসজিদে দোয়া করেছি।।

আমি তোমায় ছাড়া ভালো নেই
বুঝোও বুঝতে চাওনি একবার।

আমি কান্নায় ভেঙ্গেছি
ছেড়ে যেওনা ভিক্ষা চেয়েছি।

বুঝোনি তুমি আমায় ।।

- ধীমান 

Comments