ভালোবাসা ফুরিয়ে গেছে,

জানো আমার ভালোবাসা ফুরিয়ে গেছে,
তোমায় ভালোবাসতে বাসতে।

আমার মনটাও ভেঙ্গে গেছে,
তোমায় ভালবাসতে বাসতে।

আমার কান্না ফুরিয়ে গেছে
তোমায় ভালোবাসতে বাসতে।

দিন দিন যেনো জ্যান্ত লাশ আমি
তোমায় ভালোবাসতে বাসতে।

সব কিছু হারিয়ে ফেলেছি
তোমায় ভালোবাসতে বাসতে।

আমি নিজেকে হারিয়ে ফেলেছি,
তোমায় ভালোবাসতে বাসতে।।

ধীমান 

Comments