খুঁজবে

খুঁজবে আমায় ,
যেদিন আমি থাকবো না।

খুঁজবে সেদিন,  নীল আকাশের নিচে আমায়,
খুঁজবে জোৎস্না রাতে।
খুঁজবে অগুনতি ভিড়ের মাঝে ।।

সেদিন থাকবো না,
আমি আর তোমার পাশে।
খুঁজবে সেদিন বুঝবে সেদিন।।

খুঁজবে আমার প্রতিটা ছোঁয়ায়।
খুঁজবে তোমার শরীরে লেগে থাকা আমার গন্ধে।
খুঁজবে আমার নিঃশ্বাসে।।

সেদিন থাকবো না আমি,
হারিয়ে যাবো তারাদের ভিড়েতে।।

- ধীমান 

Comments