ভালোবাসা



ভালোবাসি তোমায়, 
হ্যাঁ ভালোবাসি তোমায়। 
কত শত অতীত ছেড়ে পেয়েছি তোমায়।। 

তুমি ভালো না বাসলে ও 
আমি চিরকাল ভালোবাসবো তোমায়।। 

হয়তো ভুলে যাবে তুমি আমায়, 
আমি বার বার তোমার সামনে এসে, 
তোমার পাশে বসে 
সব স্মৃতি মনে করিয়ে দেব তোমায়।। 

হ্যাঁ ভালোবাসি তোমায়। 

আমার শেষ শ্বাস পর্যন্ত 
আগলে রাখবো তোমায়।। 

হয়তো হারিয়ে যাবে ভিড়ে বার বার। 
হয়তো বার বার খুঁজে আনবো তোমায়।। 

হ্যাঁ ভালোবাসি আমি তোমায়।। 

- ধীমান

 

Comments