ভালোবাসা



আমি ভালোবাসা পাওয়ার বুখা, 
চারিদিকে খুঁজে বেড়াই
যদি ভালোবাসা খুঁজে পাই! 

"ভালোবাসা" জানো তোমায় পেলে, 
নিঃস্বার্থে ভালোবাসবো। 
না থাকবে কোন চাওয়া 
না থাকবে কোন পাওয়া, 
আগলে রাখবো তোমায় বুকের মাঝে।। 

তবে বার বার কেন হেরে যাই? 
এই মিথ্যে নাটকের কাছে।। 

তবে বার বার কেন চিঁড়ে যায়? 
এই নিষ্পাপ হৃদয়টা কে ।। 

কি দোষো? 

শুধু মন থেকে ভালোবাসতে চেয়েছিলাম, 
তাই বলে?
 

Comments