ভুলের মুখোশ
তুমি যা বলেছিলে,
তা আমি বিশ্বাস করে নিয়েছি।
যা বুঝাতে চেয়েছিলে,
চুপ করে সব বুঝে নিয়েছি।
তুমি ভুল ছিলে,
তবুও ভুলের মুখোশটা আমি পরে নিয়েছি।।
যাও তোমায় মাফ করেছি,
তোমায় যেতে দিয়েছি।
হয়তো তুমি আজ মানবে না, মানছো না,
ভুলের আঙুলটা
ঠিক আমার দিকেই দেখাচ্ছো,
আজ দোষ না করেই দোষী আমি।।
তোমার মন কি মানবে?
Comments
Post a Comment