অপূর্ণতা

                     

একদিন আমিও সব কিছু ছেড়ে চলে যাবো, 
ওই নীলিমায় আমিও মিশে যাবো। 
থেকে যাবে শুধু কিছু স্মৃতি, 

থাকবো আমার কবিতায়, 
থাকবো তোমাদের কথায়, 
হয়তো দু-চার দিন? 

আবার হয়তো থেকে যাবো
কিছু মানুষের মনে প্রতিদিন। 

আমি তো চলে যাবো।। 

হয়তো কিছু গল্প থেকে যাবে অপূর্ণতা , 
গল্পে নুতন চরিত্রকে খূঁজে নিয়।
দিয়ে দিও গল্পে তুমি, পূর্ণতা ।। 

- ধীমান
 

Comments