সব হারিয়ে তোমাকে পেয়েছি



সব কিছু হারিয়ে তোমায় পেয়েছি, 
তোমাকে নিয়েই 
ফেলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস।। 

হাতে হাত দিয়েই চলতে চাই 
জীবনের প্রতিটা পথ। 
সেই পথে আসবে অসংখ্য বাঁধা।। 

সেই বাঁধা বিপত্তি 
সব পার করেই চলতে হবে মোদের। 
অল্পতে ভাঙ্গলে চলবে না।। 

জীবনে সব কিছু হারিয়েছি, 
একটা ভালো কিছু পাওয়ার জন্য, 
হয়তো তোমাকে পাওয়ার জন্যেই।। 

- ধীমান
 

Comments