সম্মান



ধর্ষিতা হয়েছি আমি, 
সম্মান আমার যাবে কেন ? 
যারা ধর্ষণ করেছে
ওদের সম্মান যায় না কেন? 

আমি ব্যাথা পেয়েছি, 
বাচাঁর জন্য চিৎকার করেছি। 
রাক্ষস গুলো আমায় চিবিয়ে খাচ্ছিল, 
অবিরাম কষ্ট 
বরদাস্ত আমি করেছি। 
তাতে সম্মান আমার যাবে কেন ? 

কে বলেছিল এই সমাজকে, 
পৃথিবীর সব সম্মান সব মর্যাদা
মেয়েদের যোনিতে রাখতে?? 

ধর্ষিতা হয়েছি আমি, 
সম্মান আমার যাবে কেন ? 
যারা ধর্ষণ করেছে
ওদের সম্মান যায় না কেন? 
- ধীমান

Comments