শোনো আজ বাংলার দোহাই



রক্তাক্ত বাংলা, 
কোলে নিবে মা? 
আজ একা আমরা । 

তোমার আগমনীতে , 
শঙ্খের ধ্বনির বদলে
কেন মা, আজ এতো কান্না?? 
শেষে তোমার উপর হামলা!

চারিদিকে শুধু জ্বলছে মন্দির। 
ঝরছে রক্ত, কান্না অসংখ্য। 

মানুষ রূপী অসুরদের বধে , 
তোমার হাতে নেবে না আজ অস্ত্র ?? 

কুমিল্লা,চাঁদপুর,নোয়াখালী  আর কতো? 
আজ কে তার জবাব দায়ি?? 

সিঁদুরের বদলে আজ রক্ত খেলছে সবাই, 
চুপ করে থেকো না মা, 
শোনো আজ বাংলার দোহাই।। 

- ধীমান 

Comments