আমি ও চেয়েছিলাম



চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসুক, 
অজস্র ভালোবাসুক। 
নিজের করে আগলে রাখুক।
সারাটা জীবন।। 

বিনিময়ে আমি ও দেব ভালোবাসা
আসুক না  যতো বাধা। 

কখনো তোমার অভিযোগ শুনবো, 
কখোনো তোমার অভিমান মুছবো।
দুজন মিলে হাজারটা স্বপ্ন বুনবো  ।

সব শেষে তোমার কাঁধে মাথা রাখবো। 
আদর করে, 
যদি বুলিয়ে দিতো আমার মাথা। 

আমি ও চেয়েছিলাম অজস্র ভালোবাসা।। 

- ধীমান






Comments

Post a Comment