অজানা পাখি

আমি ভুলতে শুরু করেছিলাম, 
কি ভাবে ভালোবাসতে হয়। 
কি ভাবে স্বপ্ন দেখতে হয়।। 

এক অজানা পাখি হয়ে, 
হাজারটা স্বপ্ন বুকে নিয়ে, 
ভালোবাসতে আবার শিখিয়েছিলে 
তুমি আমায়। 

জানো, 
তুমি আমায় আবার হাসতে শিখিয়ে ছিলে। 
তুমি আমায় আবার ভাবতে শিখিয়ে ছিলে। 

কিন্তু বিধাতার কি খেলা দেখো, 
আমার ভাগ্যে তোমাকে লিখতেই ভুলে গেছে। 

বা হতে পারে 
আমাদের গল্পের শব্দ ফুরিয়ে গেছে।। 

আমি কখনো চাইনি 
এই অজানা পাখি আমার মন থেকে কখনো উড়ে যাক। 

কিন্তু বিধাতার লেখা কে পালটায়  বলো, 
একদিন না একদিন 
সব কিছু ছেড়ে যেতে তো হবেই।। 

শুধু চাইবো , 
পাখিটা যেন সুখে থাকে।।। 

- ধীমান

Comments