তিক্ততা আমি চাইবো না
একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে,
আমি চাইবো আমি দুরে থাকি।
তোমাকে সম্মান করি।।
কখনো চাইনি
আর চাইবো না তোমায় ঘৃণা করি।
সুযোগ পেলে বন্ধু হবো।
কিন্তু তিক্ততা বাড়াবো না।।
তোমার সাথে অনেকটা স্মৃতি জড়িত,
সে গুলো কে নষ্ট হতে দেবো না।
তোমার আমার সম্পর্কে,
তিক্ততা আমি চাইবো না।।
জীবনের সংঘর্ষে,
অনেক কিছুই পিছনে ফেলে যেতে হয়,
সেই সংঘর্ষে হয়তো ছিঁড়ে গেছে
আমাদের ভালোবাসার তার।।
বন্ধু হয়ে ভালো চাইবো,
কিন্তু তিক্ততা আমি চাইবো না।।
- ধীমান
Comments
Post a Comment