পৃথিবী অনেক ছোট


এতো বছর তোমাকে ছাড়া কাটানোর পর, 
হঠাৎ তুমি আবার সামনে! 
বুঝে উঠতে পারছিলাম না, 
ঠিক তোমার সাথে কথা বলবো কি না। 

ভাবিনি কোনো দিন যে আবার কথা হবে। 
সব কিছু ভুলে 
আমি তো একাই ভালো চলছিলাম, 
আমার পথে।। 

না ছিল সেখানে তোমার ভাবনা, 
না ছিল সেখানে তোমার চাওয়া। 

বিধাতার কি খেলা দেখো
আবার চলে আসলে তুমি। 
সত্যি পৃথিবীটা অনেক ছোট।। 

আবার কথা হলো, 
পাশে বসা হলো, 

শুধু একটা জিনিসেরই অল্পতা ছিল, 
যেটা ছিলে সেই আগের তুমি। 

- ধীমান

 

Comments

My popular posts