আজ বড্ড অজানা তুমি



ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে
ভাবিনি কোনদিন তোমার সাথে কথা হবে। 
হাজারো অভিমান নিয়ে 
বসে ছিল তুমি আমার পাশে সে দিন।। 

মনে পর ছিল সেই ফেলে আসা দিন গুলো, 
কতো কাঁধে মাথা রেখে বসতে, 
কতো অভিমান, অভিযোগ আমায় শুনাতে। 
কিন্তু আজ তুমি অনেকটা দুরে।। 

এক নিমিষেই তুমি অজানা আজ, 
স্মৃতি গুলো মুছে  যাচ্ছে
না চাওয়া এক ঝরে। 

সে ঝর কি আর থামবে না? 

আজও এক মনে শুনছিলাম তোমায়, 
আজও এক মনে দেখছিলাম তোমায়, 

ভালো আছো কি না, 
সেই কথা জানার আগেই, 

হঠাৎ হারিয়ে গেলে 
তোমার বেছে নেওয়া স্টেশনে। 

তবে মৃত্যুর আগ পর্যন্ত
এভাবেই শুনবো তোমায় আমার কবিতাতে।। 

- ধীমান

Comments