শেষ চিঠি
ভাবিনি কোনদিন তোমায় দেখবো আবার,
তোমায় হারিয়েছিলাম তো অনেক আগেই।
কিন্তু দেখা আবার।।
সেই আগের মতোই আছো।
আগের মতোই একা বক বক করছো।।
বিশ্বের সব কথা,
তোমার কাছে যে কম পরে যাবে আজও।।
অনেক বার অনেক সময়
তোমার থেকে জানতে ইচ্ছে করছিল,
তুমি কেমন আছো।
বুকে অভিমান নিয়ে অনেক সময়
লুকিয়ে লুকিয়ে দেখেছি ও তোমাকে,
তোমার অজান্তে।।
তুমি হাস ছিলে,
সেটাই তো চেয়েছিলাম আমি,
তুমি হাসো সুখে থাকো।।
অনেক সময় লাগছিলো
হয়তো তুমিও কিছু বলতে চাইছো আমাকে।
হয়তো হতে পারে সেটা আমার মনের ভুল।।
জানো অনেক কথা
লুকিয়ে আছে আমার মনে আজও
যা তোমাকে বলা হয়নি,
থাক সে গুলো অপ্রকাশিত।।
জানো আমি ভালো আছি,
আমি এখন আর কাঁদি না,
আমি এখন আর ভাবি না,
আর একদম মনেও পরে না তোমায়।।
ভালো থেকো।।
- ধীমান
Comments
Post a Comment