তুমি আছো
তুমি পাশে নেই,
তুমি কাছে ও নেই।
আজও সেটা মানতে পারছি না।।
আজ তুমি আমাকে দেখতে চাও না,
আমার আওয়াজ শুনতে চাও না।
তোমার জন্য আমি আজ ঘৃণার পাত্র।।
কিন্তু আমি আজও তোমায় ভুলতে চাইনি,
আজও গেঁথে আছো
আমার প্রত্যেকটা স্বভাবে।।
তুমি না থাকলেও তুমি আছো,
আমার প্রত্যেকটা মুহুর্তে।
তোমার ফেলে যাওয়া স্মৃতিতে।।
- ধীমান
Comments
Post a Comment