অবশেষে কেন আমার হলে না



তুমি নেই, 
মন মানতে চায় না। 
বলে দাও একবার যে, 
অভিমানের অভিনয় করছো আজও, তাই না? 

অপেক্ষায় আছি আজও আমি, 
অভিনয় করতে যে আমি জানি না । 

কত কথা বলবো ভেবে রেখেছি, 
তোমার স্মৃতি গুলো জড়িয়ে আজও আছি। 

অনেক চিঠি জমিয়ে রেখেছি, 
পাঠাবো কি করে, 
তোমার ঠিকানা জানিনা।। 

কি করবো বলো, 
তোমায় ভুলে গিয়ে ও ভুলতে পারি না।। 

বুক ভেঙ্গে যায় তোমায় দেখলে, 
তুমি কেন আজ অন্যের হতে। 
নিজে গল্প লিখে, 
অবশেষে তুমি কেন আমার হলে না।। 

- ধীমান
 

Comments