স্মৃতি গুলো কি পূর্বজন্মের?
যতো বার ভাবি
কথা গুলো আর মনে করবো না,
ততো বার,
বারবার মনে আসো তুমি।
কখনো ভাবি যে খোদা ,
তোমার মতো আমকে কেন বানায় নি।
তখন হয়তো সবকিছু ভুলে যেতাম।
তখন হয়তো আরও কথা খুঁজে পেতাম,
সব কথা ভালোবাসাতো ,
তোমার তরে হারিয়েছি।।
তুমিতো এখন আমাকে চেনো না !
এতো বছরের এতো কথা,
এতো জলদি কি করে ভোলা যায়?
কখনো মনে হয়
আমাদের ভালোবাসার স্মৃতি গুলো,
হয়তো আগের জন্মের।
আর আগের জন্মের কথা গুলো
শুধু আমারই মনে আছে।।
- ধীমান
Wow👏
ReplyDelete