প্রেম
প্রেম মানে তোমায় না পাওয়া।
কিন্তু হাজারো কবিতায়
তোমার নাম খুঁজে পাওয়া।
তুমি কি ভালো আছো,
নিজের মনকে সেটা বার বার জিজ্ঞাসা করা।
নিজের বুকে হাজারো আলপিন গেথে,
তোমার মুখে হাসি খোঁজা।।
প্রেম সেটা না,
যেখানে তোমাকে পেতেই হবে।
প্রেম মানে সেটা,
যেখানে তোমার সঙ্গি কে বলবে,
পুরো আকাশটা তোমার।।
প্রেম মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা।
Comments
Post a Comment