চাই না তুমি আমায় ভালোবাসো



যাও ভালোবাসতে হবে না আমায়, 
আমি একাই ভালোবাসবো তোমায়, 
প্রতিটা কাল প্রতিটা মুহুর্ত, 

কথা দিলাম ভালোবাসতে হবে না আমায়।। 

শুধু কথা বলে নিয় , 
তাতেই আমি সুখী।। 

কথা দিলাম ভালোবাসতে হবে না আমায়।। 

আমি কবিতা বুনবো তোমায় নিয়ে, 
তুমি শুধু কবিতার ছন্দ হয়ে থেকে যেও। 
ফুরসৎ হলে আমার কবিতাটাই শুনে নিয়।

তাতেই আমি সুখী।। 

কখনো সেই সবুজ সাড়িটা  পরে নিয়, 
তার সাথে চুলটা খোলাই রেখে দিয় । 
সময় হলে আয়নায় দাড়িয়ে 
চোখে কাজল পরে নিয়। 

তাতেই আমি সুখী।। 

চাই না তুমি আমায় ভালোবাসো।। 

- ধীমান

Comments