একবার বল



জানি পাখি তুই ও উড়ে যাবি, 
ভালোবাসি বলে বন্দী করার, 
আমি কে বল। 
নীল আকাশ ডাকছে তকে, 
দুর থেকে আমি তোর সুখ দেখবো, 
আজ তুই চল। 

যাবি দুর থেকে দূরে নুতন বন্ধুর খুঁজে, 
আটকে রাখার আমি কে বল। 
ভালোবাসাটা আমার দিকেই থাকুক, 
আজ তুই চল।। 

কখনো মনে পড়বে আমায়, 
সেই অলিতে গলিতে বন্ধুত্বের ছোয়ায়। 
পাখি, পাবি কি খুঁজে? 
এই অগনতি মানুষের ভিড়ে, 
একবার বল।। 

- ধীমান

Comments

My popular posts