সিগারেটের ধোয়া



আজ পুড়ে ছাই করে দেয়, 
তোর সিগারেটের আগুনে
সমাজের কুৎসিত কালো কে, 

যে সমাজ 
তোর সিগারেটের ধোয়ায় , 
আজ তোর চরিত্রে তুলছে দাগ। 

সেই সমাজ আজ বুকে  হাত রেখে বলুক, 
সে কতটা চরিত্রবান ! 

কখনো পোশাকে, 
কখনো সাজে, 
আবার কখনো দেরি করে বাড়ি ফিরলে, 
সিদ্ধান্ত হবে তুই ভালো না খারাপ। 

আবার সেই সমাজ বুকে পাথর রেখে বলে, 
আজ ছেলে মেয়ে সমান।। 

 - ধীমান

Comments