চল আপন করে নেই তরে

 

চল আপন করে নেই তরে, 
যত বাধা বিপত্তি দুর করে। 
আমি তোর তুই আমার, 
এই মন্ত্র মাথায় রেখে।

সমাজের হ্যাঁ আর না থেকে অনেকটা দুরে।
চল আপন করে নেই তরে।। 

ভাবনার পর ভাবনা তা তো আসবেই, 
চল না ভাবনা টা একসাথেই ভাবি। 
চল এক সাথে হাসি, 
এক সাথে হাটি।। 

বুনবো হাজারটা স্বপ্ন, 
গড়বো সেই স্বপ্ন। 
চল আপন করে নেই তরে।। 

- ধীমান

Comments

  1. Spinomenal Casino Review - € 200 Bonus + 200 FS + 150 Spins
    With its live casino games, the Spinomenal Casino bonus 돈포차 is a great sign-up bonus. 먹튀 검증 먹튀 랭크 The website is very quick 룰렛 테이블 and easy 실시간 스포츠 스코어 to download. All you have to do 프라그마틱 슬롯 is sign up

    ReplyDelete

Post a Comment