অবসাদ
আমাকে ঘিরেছে অবসাদ,
নিয়ম অনুযায়ী সেই ঘরি তো চলছে।
তবে আমি কেন থেমে আছি?
এই প্রশ্নে
তিলে তিলে মারছে আমার আত্মাকে,
কেউ কি জানে?
আমাকে ঘিরেছে অবসাদ।
শহরের ভিরে শত শত মানুষের সাথে আমি,
আমি হাসি মুখে ,
কিন্তু অন্তরের কান্না কে দেখে।
কেউ কি দেখবে?
কেউ কি বুঝবে?
আমায় যে ঘিরেছে অবসাদ।।
- ধীমান
Comments
Post a Comment