তুমি যে অনেক দামি
হাজার ভুলের মাঝে ও
তোমার শুদ্ধ টা খুঁজতে চেয়েছিলাম।
হাজার বাজে কথার মাঝে ও,
তোমার ভালো কথাটা খুঁজতে চেয়েছিলাম।
কিন্তু ভুলে গিয়েছিলাম
তুমি যে অনেক দামি,
তোমার দামটা
চুকিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না আমার ,
সেটাই ভুলে গিয়েছিলাম।।
- ধীমান
Comments
Post a Comment