যাও যতো দুর যেতে পারো



ভুল আমি বুঝিনি তোমায়, 
শুধু যেতে দিয়েছি। 
কিন্তু অকারণে অজস্র ভুল
তুমি আমায় বুঝেছো। 

যাও যতো দুর যেতে পারো, 
পিছুপিছু ডাকিনি তোমায়
কখোনো ডাকবোও না তোমায়।। 

কারণ তুমি এক মিথ্যে কল্পনায় বন্দি, 
যাও যতো দুর যেতে পারো। 
শুধু চাইবো তুমি ভালো থেকো। 

যাও যতো দুর যেতে পারো, 
একদিন পিছু ফিরে দেখবে, 
সত্যি আমি অনেকটাই দুরে।। 

- ধীমান

 

Comments