ভাবতে অবাক লাগে
মান রাখোনি বিশ্বাসের।
নিজেকে অবিশ্বাস করে,
তোমার প্রতি যে বিশ্বাস জাগিয়ে ছিলাম।।
প্রতিটা গল্পে, প্রতিটা রূপকথায়,
তোমাকে ভেবেছিলাম।
আর ভাবতে বাধ্য করেছিলে তুমি।
অনর্গল একের পর এক স্বপ্ন,
দেখিয়েছিলে তুমি,
কিন্তু কেন?
সব শেষে যদি ছেড়েই যাবার ছিল!
আজও ভাবতে অবাক লাগে,
যে তুমি, যাকে নিঃস্বার্থে
প্রতিটা মুহুর্ত শুধু ভালোই বেসে গেলাম।
বোকার মতো নিজের থেকেও বেশি,
তোমাকে বিশ্বাস করে গেলাম।।
সব শেষে,
সেই তুমি মন পাল্টালে!
ভাবতে অবাক লাগে।।
- ধীমান
Comments
Post a Comment