চলো ভালোবাসি



আমি জানি না, 
আমি কেন তোমায় ভালোবাসি। 
আমি জানতেও চাইনা, 
আমি কেন তোমায় ভালোবাসি।। 

ভালোবাসার কোন কারণ না। 
আর যদি ভালোবাসার কারণ খোঁজ,
তাহলে সেটা ভালোবাসা হয় না।। 

চলো না ভালোবাসি, 
যেখানে থাকবে না কোন চাওয়া পাওয়া, 
থাকবে শুধু ভালোবাসা।। 

থাকবে না কোন ভয়, 
থাকবে না কোন সংকোচ 
থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা।। 

- ধীমান


Comments