ছদ্মবেশী



খুঁজে পাবে না তুমি আমায়, 
এই ছদ্মবেশী দুনিয়ায়। 
চোখ বুজে একবার খুঁজো। 
খুঁজে পাবে তুমি আমায়, 
তোমার মনের আঙিনায়।। 

সেই মিথ্যে হাসি, মিথ্যে কান্নার মাঝে। 
আমিও আছি কোথাও লুকিয়ে। 
অভিমান ভরা পৃথিবীতে। 
অভিমানী, 
আমি ও আছি তোমার অপেক্ষাতে । 

খুঁজে পাবে না তুমি আমায়, 
এই ছদ্মবেশী দুনিয়াতে।। 

- ধীমান

ছবি :- Baishali das

Comments

My popular posts